ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

চার মাসের নাতিকে ৩০ মিলিয়ন ডলারের শেয়ার গিফট

২০২৪ মার্চ ২০ ১৫:০৫:৫৬
চার মাসের নাতিকে ৩০ মিলিয়ন ডলারের শেয়ার গিফট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ধনকুবের প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর তার চার মাস বয়সি নাতিকে ৩০ মিলিয়ন ডলারের শেয়ার গিফ্ট করেছেন। খবর আরটি নিউজের।

২০২৩ সালের শেষের দিকে পুত্র সন্তানের বাবা-মা হন নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির ছেলে রোহান ও তার স্ত্রী অপর্ণা। এছাড়াও নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির আরও দুই নাতনি রয়েছে। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির দুই কন্যা কৃষ্ণা এবং অনুস্কা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রোহান মূর্তির ছেলে একাগ্র মূর্তি এখন ইনফোসিসের ১৫ লাখ শেয়ারের মালিক; যা ইনফোসিসের ০ দশমিক ০৪ শতাংশ।

ফোর্বসের মতে, নারায়ণ মূর্তির আনুমানিক সম্পদ ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। তিনি দেশের অন্যতম ধনী ব্যক্তি। তার কন্যা অক্ষতা মূর্তির কাছে ইনফোসিসের মোট মূলধনের ১.০৫ শতাংশ শেয়ার আছে।

আর ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তির ০ দশমিক ৮৩ শতাংশ শেয়ার আছে। ২০২৩ সালে প্রকাশিত সানডে টাইমসের ধনীদের তালিকা অনুসারে সুনাক এবং তার স্ত্রীর প্রায় ৬৭৩ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে