ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন করে তিন শাখা উদ্বোধন করল এনবিএল সিকিউরিটিজ

২০২৪ মার্চ ১৯ ২২:৩৪:২৬
নতুন করে তিন শাখা উদ্বোধন করল এনবিএল সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মধ্যে নতুন করে আরো তিনটি শাখা উদ্বোধন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এনবিএলএসএল)।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল-মামুন হাসান আনুষ্ঠানিকভাবে তিনটি শাখার পরিদর্শন ও উদ্বোধন করেন।

উদ্বোধন করা নতুন তিনটি শাখা হলো- বনানীর কামাল আতাতুর্ক, ধানমন্ডির সতমাসজিদ রোড এবং মিরপুরের পল্লবীতে। নতুন এই তিনটি শাখার ফলে শেয়ারবাজারেও আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

নতুন শাখাগুলো নতুন বিও ওপেন, শেয়ার কেনাবেচা সহ বিনিয়োগকারী, কর্পোরেট সংস্থা এবং প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা পূরণ করতে প্রস্তুত।

এছাড়া প্রতিষ্ঠানটি তাদের সকল ক্লায়েন্টের চাহিদা এবং প্রয়োজনীয়তা হিসেবে বিস্তীর্ণ সেবা, ট্রেক (মোবাইল ট্রেড অ্যাপ)-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্লাটফর্মের সংযোগ, এবং ক্লায়েন্টদের যাবতীয় সহযোগিতা করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শেয়ারবাজার, ১৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে