ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

আফগান-পাকিস্তানে পাল্টাপাল্টি হামলা, নিহত ১৫

২০২৪ মার্চ ১৯ ১১:৩৬:০৩
আফগান-পাকিস্তানে পাল্টাপাল্টি হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : আত্মঘাতী হামলায় পাকিস্তানে সাত সেনার মৃত্যু হওয়ার পর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের আটজন নিহত হয়েছে। তালেবান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় ভোর তিনটের সময় পাকিস্তান সীমান্তের কাছে দুইটি জায়গায় বিমান হামলা হয়।

তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিনজন বাচ্চা ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে।

ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবানের গোষ্ঠীগুলিকে টার্গেট করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল। তার ভিত্তিতে এই আক্রমণ করা হয়।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা এপি-কে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে।

তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত। এর প্রতিক্রিয়া ভালো হবে না।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

এপি পাকিস্তানের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে চারজন গ্রামবাসী আহত হয়েছেন। বাকি গ্রামবাসীকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর সীমান্তে যে গুলি চলেছে, পাকিস্তান তার জবাবও দিয়েছে।

এর আগে গত শনিবার পাকিস্তান সেনার উপর আত্মঘাতী হামলা হয়। তাতে সাতজন সেনা মারা যান। তাদের শেষকৃত্যে যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, এই আক্রমণের উপযুক্ত জবাব দেয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।

শেয়ারবাজার, ১৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে