ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রসবকালীন জটিলতায় সাবেক ফুটবলারের মৃত্যু

২০২৪ মার্চ ১৪ ১৬:৪৮:৫০
প্রসবকালীন জটিলতায় সাবেক ফুটবলারের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক : এক সময়ের বাংলাদেশ নারী ফুটবল দলের উদীয়মান তারকা রাজিয়া খাতুন প্রসবকালীন জটিলতায় আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে মৃত্যুবরণ করেছেন।

ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল (বুধবার) রাতে রাজিয়া সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন এই ফুটবলার।

রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করা গোলাম রব্বানী ছোটন খুব কাছ থেকে দেখেছেন তাঁকে।

রাজিয়ার মৃত্যুর খবরে স্মৃতিচারণ করে ছোটন বলেন, ‘২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে রাজিয়া খেলেছিল। পরের বছর সাফ অ-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিল। সিনিয়র দলে ক্যাম্পও করেছে কিছু দিন। পারফরম্যান্স অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়ে।’

তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এখন ভারতে থাকা জাতীয় দলের ফুটবলার ও সাবেক সতীর্থ সানজিদা আক্তার।

শেয়ারনিউজ, ১৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে