ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অস্ট্রেলিয়া, আমেরিকায় ভয়াবহ দাবানল

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ২০:১৬:৩২
অস্ট্রেলিয়া, আমেরিকায় ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তাপদাহ ও ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রাজ্যটির ৩০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, সর্বোচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বহু দমকলকর্মী।

ভিক্টোরিয়া রাজ্যের দাবানল চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে খারাপ অবস্থা ভিক্টোরিয়া রাজ্যের ইউমেরা অঞ্চলের। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে ছয়টি বাড়ি ও হেক্টরের পর হেক্টর বনভূমি। বন্ধ রাখা হয়েছে স্কুল। ভয়াবহ দাবানলের পাশাপাশি তীব্র তাপদাহে নজেহাল দেশটির বাসিন্দারা। কোন কোনও এলাকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শুষ্ক বাতাসে আগুনের তীব্রতা আরও বাড়ছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা।

এদিকে, ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত দাবানলের আগুনে পুড়ে গেছে তিন লাখ ২০ হাজার একর বনভূমি।

আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশংকায় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল থেকেও সরিয়ে নেয়া হচ্ছে রোগীদের। এছাড়া, আশপাশের রাজ্যেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।

শেয়ারনিউজ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে