ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফাইনালে বরিশাল-কুমিল্লা

তামিমের কাছে হেরে বিদায় সাকিবের

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ২২:২৫:৩১
তামিমের কাছে হেরে বিদায় সাকিবের

নিজস্ব প্রতিবেদক : গ্রুপপর্বে তামিমের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জিতেছিলেন সাকিব। এবার বাঁচামরার ম্যাচে কে জিতবেন? তা দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকরা।

শেষ পর্যন্ত তামিমের কাছে হেরে গেলেন সাকিব। মিরপুরে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়ে ফাইনালে নাম লেখালো ফরচুন বরিশাল।

প্লে-অফে কঠিন দুই পরীক্ষা পাড়ি দিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তারা হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অন্যদিকে গ্রুপপর্বে পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল রংপুর। তারাই কিনা টানা তিন ম্যাচ হেরে বিদায়!

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারের পর প্রথম কোয়ালিফায়ারেও একই প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হয় রংপুর। পারলো না দ্বিতীয় সুযোগেও ফাইনালে উঠতে। ফলে শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফরচুন বরিশালের সামনে লক্ষ্য ছিল ১৫০ রানের। রান তাড়ায় নেমে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেন মেহেদী হাসান মিরাজ। দেখেশুনে শুরু করেছিলেন তারা।

কিন্তু চতুর্থ ওভারে বল হাতে নিয়েই জোড়া শিকার করেন আবু হায়দার রনি। ৮ বলে ১০ করে তামিম ক্যাচ তুলে দেন, এক বল পর এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মিরাজ (১৮ বলে ৮)।

২২ রানে ২ উইকেট হারানো বরিশালকে এরপর টেনে নিয়ে যান সৌম্য সরকার আর মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৩৭ বলে ৪৭ রান যোগ করেন তারা। সৌম্য ১৮ বলে ২২ করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর মুশফিক ২৭ বলে ৫০ রানের আরেকটি জুটি গড়েন কাইল মায়ার্সের সঙ্গে। মায়ার্স করেন ১৫ বলে ২৮। বাকি পথটুকু ডেভিড মিলারকে নিয়ে পাড়ি দিয়েছেন মুশফিক। মুশফিক ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। মিলার করেন ১৮ বলে অপরাজিত ২২।

শেয়ারনিউজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে