ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

অর্থ সাশ্রয় বিবেচনায় প্রকল্প নিতে হবে: প্রধানমন্ত্রী

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৪:০০:০৮
অর্থ সাশ্রয় বিবেচনায় প্রকল্প নিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প নিতে হবে। জনগণ সেবা পাচ্ছে কি না–সে বিষয়টি নির্বাচিত জনপ্রতিনিধিদেরই নিশ্চিত করতে হবে।

এসময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে যে ওয়াদা করে নির্বাচিত হয়ে এসেছেন সেসব পূরণ করবেন। কমিশনের জন্য প্রকল্প নেবেন না। প্রকল্প নিলে এর উপযুক্ততা অবশ্যই থাকতে হবে।

তিনি বলেন, নদী-নালা, খাল-বিল, জলাশয় যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিদ্যুতের ওপর চাপ কমাতে কৃষিকাজে সেচ ব্যবস্থাপনা সোলারের মাধ্যমে করতে হবে।

তিসিন আরও বলেন, জনগণের প্রতিনিধিদের মূল কাজ মানুষের আস্থা অর্জন করা। সেবা দিয়ে এটা যে করতে পারে সে সফল হয়, না পারলে ব্যর্থ।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভুমিকা রাখতে হবে বলেও জানান তিনি।

শেয়ারনিউজ, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে