ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

ফিক্সিংয়ের আভাস পিএসএলে, সন্দেহের তালিকায় বাংলাদেশি

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৬:২৮:১৭
ফিক্সিংয়ের আভাস পিএসএলে, সন্দেহের তালিকায় বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক : ফিক্সিংয়ের আভাস পাওয়া গেছে পাকিস্তান টি-টোয়েন্টি লিগে (পিএসএল)। সন্দেহভাজন হিসেবে ৪ জনকে শনাক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদনের মাধ্যমে এই খবর প্রকাশ করেন ক্রিকেট পাকিস্তান।

এতে বলা হয়েছে, এক পাকিস্তানি, দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশির কাছ থেকে ক্রিকেটারদের দূরে থাকার নির্দেশ দিয়েছে পিসিবি ও এন্টি-করাপশন ইউনিট বা আকসু।

জানা গেছে, সন্দেহের তালিকায় থাকা ৪ জনের একজন পাকিস্তানের আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট কোচ। তারা টাকার বিনিময়ে পিএসএলের কোনো ক্রিকেটারদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারেন; অর্থাৎ ফিক্সিংয়ের প্রস্তাব দিতে পারেন, এমন ধারণা আকসুর।

এ ছাড়াও পিএসএলের প্রত্যেক ক্রিকেটারকে ওই সন্দেহভাজন ৪ ব্যক্তির ছবি দেখিয়েছে পিসিবি। একই সঙ্গে নির্দেশ দিয়েছে তারা যেন এদের থেকে দূরে থাকেন এবং কোনো অনৈতিক প্রস্তাব পেলে অবহিত করেন বোর্ডকে।

২৫ হাজার রুপি মূল্যমানের বেশি কোনো উপহারের প্রস্তাব দেওয়া হলে খেলোয়াড়দের সেই ব্যাপারে রিপোর্ট করারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের হোটেলের বাইরে থেকে খাবার অর্ডার করারও অনুমতি দেওয়া হচ্ছে না।

পিএসএলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছে, সেখানে সাধারণ মানুষের যাওয়া-আসাও রয়েছে।

পিসিবি পুরো হোটেল বুক করতে না পারায় যে কেউ-ই প্রবেশ করতে পারছেন। এরই মধ্যে আকসুর সন্দেহের তীর চারজনের প্রতি।

শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে