ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের যে সুখবর দিলেন বাইডেন

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৩:৩৫:৫৩
শিক্ষার্থীদের যে সুখবর দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে শিক্ষার্থীরা এখন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এক বিবৃতিতে বাইডেন বলেন, একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক আমেরিকান।

ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেছিলেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাদ সাধে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হটতে বাধ্য হয় বাইডেন প্রশাসন এবং ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয়। এমনই একটি পরিকল্পনার ঘোষণা দেওয়া হয় বুধবার।

ক্ষমতায় থাকা অবস্থায় সব মিলিয়ে ৩৯ মার্কিন শিক্ষার্থীর ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের শিক্ষা ঋণ মওকুফ করেছে বাইডেন প্রশাসন।

যেসব শিক্ষার্থী শিক্ষা ঋণ হিসেবে ১২ হাজার ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং বিগত দশ বছর যাবত এই ঋণ শোধ করে আসছিলেন, তাদের বাকি ঋণ মওকুফ হবে এই পরিকল্পনার আওতায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এক ইমেইলের মাধ্যমে উপকারভোগীদের এই পরিকল্পনার কথা জানানো। এর ফলে ১,৫৩,০০ মানুষ উপকৃত হবেন এবং ১.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মওকুফ করা হবে।

শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে