ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে ইসরায়েল

২০২৪ ফেব্রুয়ারি ২১ ১৯:৫৯:১১
আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজানে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে দেশটি।

পবিত্র আল-আকসা মসজিদ ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। আল-আকসা মসজিদটি ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত।

সারা বিশ্বের মুসলিমদের কাছে পবিত্র আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।

এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ইহুদিরা আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন।

বিশেষ করে রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের পরিকল্পিত এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সূত্র : আল জাজিরা

শেয়ারনিউজ, ২১ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে