ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

আবারও ফাইনালের মঞ্চে ইমরান

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ২৩:০০:৫৭
আবারও ফাইনালের মঞ্চে ইমরান

ক্রীড়া প্রতিবেদক : পদক নিশ্চিতের রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর দিলেন বাংলাদেশি স্প্রিন্টার জহির রায়হান। ইরানের তেহরানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানুষ।

সেমিফাইনালে দুই হিটে ১৬ জন স্প্রিন্টার অংশ নিয়েছেন। বাংলাদেশের ইমরানুর রহমান প্রথম হিটে অংশ নেন।

৬.৬০ সেকেন্ড টাইমিং করে ইমরান তার হিটে দ্বিতীয় হন। প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে ইমরান ০.০২ সেকেন্ড কম টাইমিং করেছেন।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু গণমাধ্যমকে বলেন, 'আমরা এখনো ফাইনালের আনুষ্টানিক তালিকা পাইনি।

ইমরান নিজের হিটে দ্বিতীয় এবং দুই হিট মিলিয়ে শীর্ষ তিনে থাকায় তার ফাইনাল খেলা নিশ্চিতই।’ দুই হিট থেকে শীর্ষ চার জন করে আট জনের ফাইনাল খেলার কথা।

ইমরানের হিটে প্রথম হয়েছেন ওমানের আলী আনোয়ার। তার টাইমিং ৬.৫০। সেমিফাইনালের দ্বিতীয় হিটে প্রথম হয়েছেন জাপানের সুহেই তাদা। তার টাইমিং ৬.৫৩। দ্বিতীয় হিটে দ্বিতীয় হওয়া অ্যাথলেটের টাইমিং ইমরানের চেয়ে ০.০১ সেকেন্ড বেশি।

গত বছর কাজাখস্তানে ইমরান ৬.৫৯ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইমরানের গত আসরের সেরা টাইমিংয়ের চেয়ে খানিকটা কম সময়ে দৌড়াচ্ছেন ওমানের স্প্রিন্টার আলী আনোয়ার। তাই এবার ইমরানের শ্রেষ্ঠত্ব খানিকটা প্রশ্নের মুখে। আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় পদকের জন্য নামবেন ইমরান।

শেয়ারনিউজ, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে