ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

২০২৪ ফেব্রুয়ারি ১১ ১২:৫০:২৪
আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলোভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ।

এ সময় মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। ময়দানের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিরা অবস্থান নেন বিভিন্ন সড়ক, আশপাশের অলিগলি, বাড়ির ছাদে। মোনাজাত প্রচারের জন্য পুরো টঙ্গীসহ আবদুল্লাহপুর, বিমানবন্দর সড়কেও মাইক লাগানো হয়।

এদিকে মোনাজাত শেষে বাড়ির পথে রওনা হয়েছেন মুসল্লিরা। যানবাহন না থাকায় হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন তারা। টঙ্গী স্টেশনেও রয়েছে উপচে পড়া ভিড়। আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা ছিল। এ ছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেয় পুলিশ।

ইজতেমার আয়োজকেরা জানান, ফজরের নামাজের পর থেকে চলে ধর্মীয় বয়ান। হিন্দিতে ধর্মীয় বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। বয়ান শেষে হেদায়াতি বয়ান তথা দিক নির্দেশনামূলক বয়ান হয়। হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এরপর আখেরি মোনাজাত পরিচালনা করেন তিনি।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত থেকে গাজীপুরের তিন সড়ক, মহাসড়কে যানচলাচল সীমিত করে পুলিশ। মোনাজাত শেষে রোববার দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারনিউজ, ১১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে