ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

খারাপ রাস্তার ভিডিও করার সময় আইনপ্রণেতাকে হত্যা

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১০:১৯:৪০
খারাপ রাস্তার ভিডিও করার সময় আইনপ্রণেতাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের একজন আইনপ্রণেতা ডায়ানা কার্নেরো খারাপ রাস্তার ভিডিও করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তাকে হত্যা করা হয়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হত্যার আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ২৯ বছর বয়সী কাউন্সিলর ডায়ানা। পরে তিনি গায়াস প্রদেশের নারাঞ্জলে একটি খারাপ রাস্তার ভিডিও করতে গেলে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় পুলিশের ভাষ্য, বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে ডায়ানার মাথায় গুলি করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে এই আইনপ্রণেতার মৃত্যুতে ইকুয়েডরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেন, ‘ডায়ানার বয়স ছিল ২৯ বছর। এটা একটা দুঃস্বপ্ন। আপনার এই বয়সের সন্তান থাকলে আপনি বুঝতে পারবেন তার বাবা-মা কী কষ্ট পাচ্ছে।’

ডায়ানা কার্নেরোর মৃত্যু ইকুয়েডরে রাজনৈতিক সহিংসতার সর্বশেষ ঘটনা। গত মাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশটিতে সহিংসতা বৃদ্ধির পাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন।

শেয়ারনিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে