ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর সময় জানা গেল

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১০:৩৪:৫১
ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর সময় জানা গেল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হওয়ার কথা ছিলো ২০২৩ সালে। তবে নানা সমস্যার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তবে চলতি বছরের মধ্যেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী।

মুহাম্মদ ফারুক খান বলেন, নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সংশ্লিষ্ট অডিট কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। বর্তমানে এ ব্যাপারে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি দল কাজ করছে।

পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) একটি দলকে আমন্ত্রণ জানানো হবে। এ বছরের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে।

পিটার হাসের সঙ্গে সরাসরি ফ্লাইট সংক্রান্ত আলোচনার বিষয়ে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে এ নিয়ে হাসের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের কিছু প্রক্রিয়া বাকি আছে। প্রক্রিয়া শেষে সরাসরি ফ্লাইট চালু করতে সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশকে সহযোগিতা করবে মন্ত্রণালয়।

এর আগে ২০২৩ সালের অক্টোব মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, অক্টোবরের মধ্যে নিউইয়র্ক ফ্লাইট চালু করার কথা থাকলেও ফ্লাইটের অনুমতির ক্ষেত্রে এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে আবেদন করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়মতো আবেদন না করায় প্রক্রিয়া পিছিয়ে গেছে।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে