ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

৪ ব্যাংকে অফিসার পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের তালিকা প্রকাশ

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:৪৮:৫৬
৪ ব্যাংকে অফিসার পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট (বিএসসিএস) এর অধীনে ৪টি ব্যাংকে ২০১৯ সালে 'অফিসার (ক্যাশ)' এর ৩৫৮টি শূন্য পদের জন্য দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য ৩৫৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এ পদের জব আইডি নম্বর ১০১১৭।

জানা গেছে, নির্বাচিত ৩৫৮ জনের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ২৩৯ জন, জনতা ব্যাংক পিএলসিতে ৪১, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৭৬ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২ জন নির্বাচিত হয়েছেন।

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

তালিকা দেখতেক্লিক করুন এখানে

শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে