ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আদালতে যাওয়ার পথে ফুরালো তেল, আসামিদের দিয়ে গাড়ি ঠেলালো পুলিশ

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৭:৪১:৪১
আদালতে যাওয়ার পথে ফুরালো তেল, আসামিদের দিয়ে গাড়ি ঠেলালো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : আসামিকে আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের ভ্যানের জ্বালানি ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ আসামিদের দিয়েই গাড়ি ঠেলায় পুলিশ। রোববার (০৪ ফেব্রুয়ারি) ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের কাছারি চক এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের।

জানা যায়, মদ্যপানের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের পুলিশের ভ্যানে করেই আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কাছারি চকের কাছে এসে হঠাৎ পুলিশের গাড়িটির তেল শেষ হয়ে যায়।

পরে অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার নির্দেশ দেন পুলিশ অফিসার। ৫০০ মিটার এভাবেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় তাদের।

এ ঘটনার দৃশ্য সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ৪ জন অভিযুক্তের কোমরে দড়ি বাঁধা। তারা পিছন থেকে ঠেলতে ঠেলতে গাড়িটিকে নিয়ে যাচ্ছেন। তবে তারা যাতে পালিয়ে যেতে না পারে এজন্য তাদের ওপর কড়া নজর রেখেছেন একজন পুলিশ অফিসার।

এদিকে অভিযুক্তদের দিয়ে এভাবে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তারা বলছেন, এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদিত নারায়ণ সিংহ জানান, ঘটনাটির খবর পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারনিউজ, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে