ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুবাই থেকে তিন কোটি টাকার সোনা নিয়ে ঢাকায় গ্রেপ্তার

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ০০:১১:৪৮
দুবাই থেকে তিন কোটি টাকার সোনা নিয়ে ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের ২৮টি সোনার বারসহ এম মাসুদ ইমাম নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

মাসুদ দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, মাসুদ সোনা চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতর বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়।

ওই সোনা মাসুদ নিজের বলে স্বীকার করেন। এছাড়া একাধিক বারসহ তার থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট উদ্ধার করা সোনার ওজন তিন হাজার ৮৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

আটক সোনার বারগুলো কাস্টম হাউজের শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

শেয়ারনিউজ, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে