ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৮:৩৩:৫৩
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবছরের ন্যায় এবারও যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (০৩ ফেব্রুয়ারি) বাদ আছর বিশ্ব ইজতেমা ময়দানে যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন হয়েছে।

ইজতেমা মঞ্চের পাশে এই বিয়ের আসর বসে। সেখানে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। আনুষ্ঠানিকতা শেষে বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।

বিয়ের জন্য সকাল থেকে অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। একই সঙ্গে মঞ্চের আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছুঁড়ে দেওয়া হয়।

শেয়ারনিউজ, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে