ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

হাওরের বিস্ময় ‘প্রেসিডেন্ট রিসোর্ট’

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৭:৫৪:১১
হাওরের বিস্ময় ‘প্রেসিডেন্ট রিসোর্ট’

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের বিস্ময়কর অলওয়েদার সড়ক ও প্রশস্ত দিগন্তের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পর্যটকরা ছুটে আসেন।

হাওর ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে হাওরের মিঠামইন উপজেলায় পর্যটকদের রাত্রিযাপন নিরাপদ ও নির্ভর করতে ব্যক্তি-উদ্যোগে নান্দনিক ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ গড়ে তোলা হয়েছে।

এই তারকা রিসোর্টে রয়েছে চার স্টার হোটেলের সুযোগ-সুবিধা। ৪০ একর জমির ওপর গড়ে উঠেছে রিসোর্টটি। এ এলাকারই ভূমিপুত্র সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ কারণেই এ রিসোর্টের নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’।

নান্দনিক এই রিসোর্টটি চিকিৎসক এ বি এম শাহরিয়ার তার পৈতৃক সম্পত্তিতে গড়ে তুলছেন। যার অবস্থান মিঠামইন উপজেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। একটি পুকুরকে ঘিরে নির্মাণ করা হয়েছে রিসোর্টটি।

পুকুরের উত্তর পাশে রয়েছে রেস্টুরেন্ট, দক্ষিণ পাশে মোট ১০টি ডুপ্লেক্স কটেজ। এসবের চারদিকে রয়েছে অসংখ্য গাছপালা। কটেজগুলোর দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার বিস্তৃত জলরাশির পাশে সবুজের এই সমারোহ মুহূর্তেই মুগ্ধ করে মানুষকে। শুকনো মৌসুমে এখানে মোটরসাইকেল ও গাড়িতে করে যাতায়াত করা গেলেও বর্ষায় চলাচলের মাধ্যম নৌকা ও স্পিডবোট।

এই অবসর যাপন কেন্দ্র থেকে বর্ষায় ভাসমান গ্রাম, শুষ্ক মৌসুমে বিস্তৃত সবুজ ধানের ক্ষেত আর প্রান্তর দেখে অভিভূত হতে হয়। সন্ধ্যার পর দ্বীপের মতো গ্রামগুলোতে চোখে পড়ে আলোকবর্তিকা।

সাধারণভাবে এই রিসোর্টের ডিলাক্স স্যুটের ভাড়া ৮ হাজার টাকা, ভিআইপি স্যুটের ১২ হাজার টাকা, ভিভিআইপি স্যুটের ২০ হাজার টাকা এবং প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া ৪০ হাজার টাকা। ডিলাক্স ও ভিআইপি স্যুটে রয়েছে ডাইনিংসহ দুটি কক্ষ। আর ভিআইপি ও ভিভিআইপিতে তিনটি কক্ষ। আর প্রেসিডেন্সিয়াল স্যুটে আছে ছয়টি কক্ষ। পুরো প্যাকেজে শুধু সকালের নাশতা দেবেন উদ্যোক্তারা। অন্যান্য সময় খাবার কিনে খেতে হবে রেস্টুরেন্ট থেকে।

অলওয়েদার সড়ক নির্মাণের পর থেকে কয়েক বছর ধরে কিশোরগঞ্জের হাওর নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ বেড়েছে। পানিতে ডুবে থাকা সড়কে ও সারা বছর ভেসে থাকা সড়কে গাড়ি চালানোর ছবি ফেসবুকে শেয়ার করছেন অনেকেই। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দল বেঁধে আসছেন পর্যটক। প্রেসিডেন্ট রিসোর্ট ছাড়াও হাওরে রয়েছে একাধিক রিসোর্ট ও আবাসিক হোটেল।

শেয়ারনিউজ, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে