ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

কৃষকদের ৮০ শতাংশ পানির ব্যবহার কমানোর নির্দেশ

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১১:১৮:১২
কৃষকদের ৮০ শতাংশ পানির ব্যবহার কমানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের দক্ষিণ পূর্বের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ায় খরার সতর্কতা জারি করেছে। অঞ্চলটির জলধারাগুলোর ধারণ ক্ষমতা ১৬ শতাংশ নিচে নেমে আসায় এ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

জানা গেছে, বাসিন্দারের দৈনিক পানি খরচের পরিমাণ ৫ শতাংশ কমিয়ে ২১০ থেকে ২০০ লিটারে আনতে বলেছে কতৃপক্ষ।

সেইসাথে বাসিন্দারের পানি দিয়ে গাড়ি ধোয়া ও সুইমিংপুল ভরাটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ৮০ শতাংশ পর্যন্ত পানির ব্যবহার কমাতে বলা হয়েছে কৃষকদের।

এদিকে খরার কারণে নেয়া পদক্ষেপে রাজধানী বার্সোলোনাসহ অন্তত দুইশ গ্রাম ও শহরের ৭ লাখ মানুষ প্রভাবিত হতে পারে বলে শঙ্কা রয়েছে।

এর আগে ২০০৮ সালে কাতালোনিয়ায় জলধারার ধারণ ক্ষমতা ২০ শতাংশে নেমে গেলে পানির ব্যবহার নিয়ে এমন পদক্ষেপ নিয়েছিল কতৃপক্ষ।

শেয়ারনিউজ, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে