ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে গাম্বিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১৮:১৬:২২
শেখ হাসিনাকে গাম্বিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট অ্যাডামা লিখেছেন- গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, আমি আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া প্রজাতন্ত্রের সরকারের প্রতিশ্রুতি নবায়ন করার এ সুযোগটি নিতে চাই।

তিনি আরও বলেন- আমি পুনরায় নিশ্চিত করতে চাই, গাম্বিয়া সরকার গাম্বিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে মূল্য দেয়।

শেয়ারনিউজ, ০২ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে