ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

বিয়ে নিয়ে নতুন খবর দিলেন বাবর আজম

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১৫:৩৩:৫৫
বিয়ে নিয়ে নতুন খবর দিলেন বাবর আজম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলা সাবেক অধিনায়ক বাবর সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে ভক্তদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। সিলেট পর্বের দুই দিনের বিরতির ফাঁকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তবে এই পর্বে বড় চমক ছিল আচমকা রিজওয়ানের উপস্থিতি!

লাইভ প্রশ্নোত্তর পর্বে পাক উইকেটকিপার ব্যাটার এদিন সতীর্থকে প্রশ্ন ছুড়ে দেন, ‘কখন বিয়ে করছো? জবাবে বাবর বলেন, আমি জানতাম তুমি এটা জিজ্ঞেস করবে। পাল্টা রিজওয়ান বলেন, প্রশ্নের জবাব দিতে হবে। বাবর তখন উত্তর দেয় তোমাকে একা পেয়ে আমি এটার উত্তর দেব।

এর আগেও একবার পাকিস্তানের একজন সাংবাদিক বাবরকে বলেন, চুল তো সাদা হতে শুরু করল! কখন বিয়ে করবেন। জবাবে বাবর বলেছিলেন, 'এটা সাদা চুল বয়সের কারণে নয়, আগে থেকেই। বিয়ে সময় হলেই হবে। আমিও সেই সময়ের অপেক্ষায় আছি, আপনারও অপেক্ষা করা উচিত।'

এদিন নিজের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন বাবর আজম। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যারিয়ারে আবেগের মুহূর্ত নিয়ে বলেন, যখন আমার অভিষেক হয়েছিল এবং যখন অধিনায়কত্ব পেয়েছিলাম সেটি ছিল আমার জন্য আবেগের মুহূর্ত। সেই সঙ্গে হতাশার কথাও জানালেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হারের ক্ষত এখনো পোড়ায় বাবরকে।

শেয়ারনিউজ, ০২ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে