ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

২০২৪ ফেব্রুয়ারি ০১ ০৯:৫৪:৪৮
ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সভাপতি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হেমন্ত গ্রেপ্তার হওয়ায় ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন ক্ষমতাসীন জেএমএমের আরেক জ্যেষ্ঠ নেতা চাম্পাই সরেন। তিনি বর্তমানে ঝাড়খণ্ডের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একটি জমি কেলেঙ্কারির মামলায় অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সরেনকে গত মাসে তলব করেছিল ইডি। রাজ্যের রাজধানীতে রাঁচিতে অবৈধ খনন এবং জমি কেলেঙ্কারির দুটি মামলা ইডিতে তদন্তাধীন। গত সোমবার সকাল থেকেই হেমন্তর দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ইডির কর্মকর্তারা। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ ৩৬ লাখ রুপি ও বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।

আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন। শনিবার তাঁকে নতুন করে তলব করেছিল ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হেমন্তকে দিল্লির ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কোনো সাড়া না পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।

পরিস্থিতি সামাল দিতে হেমন্তের সরকারি বাসভবন, কার্যালয় এবং রাঁচিতে ইডির দপ্তরের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন হেমন্তের দলের বিধায়করা। লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে হেমন্তকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে দাবি তাঁর দল এবং সমর্থকদের।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে