ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শীতের মধ্যে দুর্ভোগ বাড়াল বৃষ্টি

২০২৪ জানুয়ারি ৩১ ১২:৪১:০৯
শীতের মধ্যে দুর্ভোগ বাড়াল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : খুলনায় শৈত্যপ্রবাহের পর মানুষের মাঝে কিছুটা স্বস্তি আসলেও বুধবার (৩১ জানুয়ারি) ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে জবুথবু হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৩১ জানুয়ারি) খুলনা বিভাগে দিনের অন্যান্য সময়েও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

ভোর ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি কিছুটা কমলেও কিছুক্ষণ পরই আবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

গত কয়েক দিনে খুলনায় সূর্যের দেখা মেলেনি, ঘনকুয়াশায় ঢেকে ছিল খুলনার আকাশ, সেই সঙ্গে ছিল উত্তরের হিমেল হাওয়ায় মৃদ্য শৈত্যপ্রবাহ।

খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মৌসুমি লঘুচাপের কারণে খুলনায় সকাল ৯টার পর হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কয়েক ঘণ্টা থাকতে পারে।

নগরীর সোনাডাঙ্গা এলাকার ইজিবাইকচালক কামাল বলেন বলেন, গত কয়েক দিন শীতের জন্য রাস্তায় লোক অনেক কম ছিল। কিন্তু আজকের এই বৃষ্টিতে লো নেই বললেই চলে।

শেয়ারনিউজ, ৩১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে