ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

‘পথ হারিয়েছে আমেরিকা’

২০২৪ জানুয়ারি ২৮ ১৭:২৪:২৫
‘পথ হারিয়েছে আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তার পথ হারিয়েছে। আর এর জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকেই দায়ী করেছেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।

এ সময় বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের মাঠে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প।

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে সমর্থন দিয়ে যাওয়ার কারণে ইতোমধ্যে আসন নির্বাচনে উল্লেখযোগ্য সমর্থন হারিয়েছেন বাইডেন।

শেয়ারনিউজ, ২৮ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে