ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভল্ট ভেঙে ব্যাংকে চুরি, ছিলেন না নিরাপত্তাকর্মী

২০২৪ জানুয়ারি ২৭ ১৩:২৯:৩০
ভল্ট ভেঙে ব্যাংকে চুরি, ছিলেন না নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক : এনআরবিসি ব্যাংকের পল্লী মঙ্গলশাখা থেকে প্রায় পৌনে ১০ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বগুড়া পুলিশের কর্মকর্তারা বলছেন, বাসা-বাড়ির ভেতর ব্যাংকের ওই শাখায় কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। পল্লীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. রাসেদুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দুর্বৃত্তরা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই বছর আগে এ শাখা চালু হবার পর থেকেই মূলত ছোট লোন নিয়ে কাজ করছে। ব্যাংকের ভল্টের লিমিট ১০ লাখ টাকা জানিয়ে তিনি বলেন এটির বিমাও করা আছে।

শাখা ব্যবস্থাপক মো. রাশেদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার কাজ শেষে ভল্টে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রেখে সবাই চলে যান। শনিবার খুব সকালে বাড়ির মালিকের পক্ষ থেকে তাদের ফোনে জানানো হয় চুরির ঘটনা।

একটি দোতলা ভবনের নিচ তলায় ছোট ঘরের ভেতর ভাঙা ভল্ট ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার খবর পেয়ে বাড়ি মালিক বিষয়টি জানান দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল। আর এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে কোনো এক সময়।

ঘটনার সঙ্গে জড়িতদের বের করতে পুলিশের অপরাধ শাখা সিআইডি ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার পাশাপাশি জেলা পুলিশও কাজ শুরু করেছে। চুরি হওয়া টাকা উদ্ধারেও চেষ্টা চলছে।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে