ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

২০২৪ জানুয়ারি ২৩ ১৫:২৫:০০
ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৩ কোটি ৪৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ স্টিল, এবি ব্যাংক এবং একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৬.৫৩ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে বাংলাদেশ স্টিলের ১০ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার, এবি ব্যাংকের ৭ কোটি ৮০ লাখ ৬০ হাজার এবং একমি পেস্টিসাইডের ৬ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৯২ লাখ ৭৬ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৫৭ লাখ, গ্রামীণফোনের ২ কোটি ৫৫ লাখ ৮২ হাজার, বীচ হ্যাচারির ২ কোটি ৪৩ লাখ ৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৮৩ লাখ, খান ব্রাদার্সের ১ কোটি ৭৪ লাখ ২১ হাজার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে