ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারত থেকে মস্কোগামী উড়োজাহাজ বিধ্বস্ত আফগানিস্তানে

২০২৪ জানুয়ারি ২২ ১০:৩৮:১৪
ভারত থেকে মস্কোগামী উড়োজাহাজ বিধ্বস্ত আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে ভারত থেকে রাশিয়ার মস্কোগামী একটি উড়োজাহাজ। এতে ৬ আরোহী ছিলেন বলে মনে করা হচ্ছে। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে উড্ডয়নের পর রাতেই বিধ্বস্ত হয় বিমানটি।

এ ঘটনার পর বিমানটি আসলে কোন দেশের মালিকানাধীন, তা নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় কোম্পানির মালিকানাধীন একটি বিমান উত্তর বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।

তবে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি ভারতীয় নয়; এটি মরক্কোয় নিবন্ধিত ছোট বিমান। অন্যদিকে মস্কো জানিয়েছে, বিমানটি রাশিয়ায় নিবন্ধিত।

রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ছয় যাত্রী নিয়ে উড্ডয়ন করা বিমানটির শনিবার রাতে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ১৯৭৮ সালে ফ্রান্সের তৈরি চার্টার অ্যাম্বুলেন্সটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

এদিকে আফগানিস্তানের বাদাখশান প্রদেশে তালেবানের এক প্রতিনিধি খামা সংবাদ সংস্থাকে জানান, ঘটনা তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের বহু উত্তরে বাদাখশানের একটি দুর্গম পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ এখনও দুর্ঘটনার কারণ বা হতাহতের বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে