ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘বি’ গ্রুপের ৫ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

২০২৪ জানুয়ারি ২০ ১১:৩৯:৫৮
‘বি’ গ্রুপের ৫ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘বি’ ক্যাটাগরির ৫ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ১০ শতাংশ থেকে ২৩ শতাংশ পর্যন্ত। স্টকনাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-বিচ হ্যাচারি, ইনটেক অনলাইন, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স ও এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে বিচ হ্যাচারির শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩.১৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার ছিল ৪৮ টাকায়। আর সপ্তাহশেষে ক্লোজিং হয়েছে ৫৯ টাকা ১০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে ইনটেক অনলাইন বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ১৪.০৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫ টাকা ৬০ পয়সায়। আর সপ্তাহশেষে ক্লোজিং হয়েছে ২৯ টাকা ২০ পয়সায়।

একইভাবে আলোচ্য সপ্তাহে দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ১৩.৭৬ শতাংশ, খান ব্রাদার্সের ১২.৩২ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯.৪৭ শতাংশ।

শেয়ারনিউজ,২০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে