ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

২০২৪ জানুয়ারি ২০ ১১:২৬:০৬
শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুই শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায়ে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় মাথা পেতে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তড়িঘরি করে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সী স্যান্ড্রা বোর্চ। সেখানে তিনি বলেন, আমি একটি বড় ভুল করেছি। আমি ক্রেডিট না দিয়েই অন্যজনের গবেষণাকাজ ব্যবহার করেছি। আমি দুঃখিত। তার চৌর্যবৃত্তির বিষয়টি নরওয়ের বিভিন্ন গণমাধ্যম সামনে নিয়ে আসে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ট্রমসো ইউনিভার্সিটিতে তেল শিল্পে নিরাপত্তাবিষয়ক বিধিবিধানের ওপর গবেষণা করেন বোর্চ। তার করা স্নাতকোত্তরের গবেষণামূলক এই প্রবন্ধের সঙ্গে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্মের হুবহু মিল পাওয়া যায়। এমনকি তাদের করা ভুলগুলো পর্যন্ত নিজের গবেষণায় ব্যবহার করেন মন্ত্রী। তবে তাদের কোনো ক্রেডিট দেওয়া হয়নি।

স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির উপনেতা। গত বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ারনিউজ, ২০ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে