ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু

২০২৪ জানুয়ারি ১৯ ২২:১০:০৭
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু

পরবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ৩০ ইঞ্চির বেশি তুষারের স্তূপ জমে গেছে।

মার্কিন আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, গেল কয়েকদিনে ২৪টির বেশি তুষারঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রজুড়ে।

এতে আরাকানস, ইলিনয়, নিউইয়র্ক, পেনসিলভেনিয়াসহ অনেক জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে। আগামী কয়েকদিনে আরও ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আর এই ঝড়ে গত এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দেশটির অনেক জায়গা ‘ডিপ ফ্রিজে’ পরিণত হয়েছে। কোথাও কোথাও ৩০ ইঞ্চির বেশি তুষারের স্তূপ জমেছে।

শুক্রবার এক থেকে দুই ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তুষার ঝড় ও তীব্র ঠা-ায় যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এক কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। তুষারের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক জায়গায় সড়ক দুর্ঘটনা দেখা গেছে। গেল কয়েকদিনে ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বাতিল করা হয়েছে প্রায় তিন হাজার ফ্লাইট। বৈরি আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন বিমান চলাচল আরও ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে