ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

২০২৪ জানুয়ারি ১৯ ১৪:২৯:৩০
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। ইসরায়েল বলেছে, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না।

এদিকে গাজা অভিযান শেষ হওয়ার পর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কথা শোনা যাচ্ছে- এর প্রকাশ্যে বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তার কোনো সমর্থন থাকবে না- এটি তিনি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন।

সেইসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন গাজায় ‘পূর্ণাঙ্গ বিজয় অর্জন’ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। এই অভিযান আরও কয়েক মাস চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অনেক মিত্র 'দুই রাষ্ট্রভিত্তিক' সমাধানের কৌশলের কথা বলছে। এর অর্থ ইসরায়েলের পাশে ফিলিস্তিনিদের জন্যও একটি রাষ্ট্র প্রতিষ্ঠা।

তবে নেতানিয়াহু সর্বশেষ জানালেন তিনি এই ধারণার পুরোপুরি বিরোধী। গতকাল তিনি স্পষ্ট করে বলেছেন, জর্ডান নদীর পশ্চিমে পুরো এলাকার নিরাপত্তায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতেই হবে।

এই ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়ে থাকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেছেন, এটি খুবই প্রয়োজনীয় একটা শর্ত এবং এটা সার্বভৌমত্বের (ফিলিস্তিনের) ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে