ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

২৪ ঘণ্টায় বেড়েছে করোনা শনাক্তের হার

২০২৪ জানুয়ারি ১৭ ২২:১৯:১২
২৪ ঘণ্টায় বেড়েছে করোনা শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৭১ জনে।

তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৯ জনেই রইলো।

বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.২১ শতাংশ। এই পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে