ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বুধবার ফ্লোর প্রাইস টপকে পাঁচ কোম্পানির লেনদেন

২০২৪ জানুয়ারি ১৭ ১৭:১৮:৩৭
বুধবার ফ্লোর প্রাইস টপকে পাঁচ কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১৭ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস টপকে লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, পাওয়ার গ্রীড, ন্যাশনাল টিউবস, সোনারগাঁও টেক্সটাইল ও সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানি ৫টির মধ্যে বিকন ফার্মা ও পাওয়ার গ্রীড লেনদেনের শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছে। তবে ন্যাশনাল টিউবস, সোনারগাঁও টেক্সটাইল ও সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড লেনদেনের শেষ পর্যায়ে ফের ফ্লোর প্রাইসে এসে স্থান নেয়।

আজ বিকন ফার্মার শেয়ার ফ্লোর প্রাইস ২৪৫ টাকা থেকে ২৬৬ টাকা ৪০ পয়সায় ক্লোজিং হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। কোম্পানিটির আজ ১৭ লাখ ৬৫ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়েছে। এটি আজ ডিএসইর লেনদেন তালিকায় এবং দাম বৃদ্ধির তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে।

অন্যদিকে, পাওয়ার গ্রীডের শেয়ার আজ ফ্লোর প্রাইস ৫২ টাকা ৪০ পয়সা থেকে ৫৩ টাকা ২০ পয়সায় ক্লোজিং হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বোচ্চ ৫৪ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। দিনভর কোম্পানিটির আজ ৫৪ লাখ ৫৪ হাজার ৭০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার মাধ্যমে কোম্পানিটি আজ ডিএসই লেনদেন তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।

অপরদিকে, ন্যাশনাল টিউবসে শেয়ার ফ্লোর প্রাইস ৭৮ টাকা ৫০ পয়সা থেকে ৮০ টাকা ৬০ পয়সা পর্যন্ত, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার ফ্লোর প্রাইস ৩৩ টাকা ১০ পয়সা থেকে ৩৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত এবং সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডে ইউনিট ফ্লোর প্রাইস ৯ টাকা ৯০ পয়সা টাকা থেকে ১০ টাকায় লেনদেন হয়েছে। দিনশেষে তিনটি প্রতিষ্ঠান ফের ফ্লোর প্রাইসে এসে স্থিতি নিয়েছে।

ফ্লোর প্রাইস ভেঙ্গেই বাজিমাত

শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে