ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মার্কেট লিডারে নতুন তিন কোম্পানি

২০২৪ জানুয়ারি ১৬ ২২:৩৯:৫০
মার্কেট লিডারে নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় তালিকায় ছিল ওরিয়ন ইনফিউশন, সী পার্ল রিসোর্ট, বীচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, এডভেন্ট ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইউনিক হোটেল এবং রূপালী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্ট, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স ও রূপালী ব্যাংক আগের দিন সোমবারও লেনদেনের শীর্ষ তালিকায় ছিল।

আজ শীর্ষ লেনদেন তালিকায় মার্কেট লিডারে নতুন উঠে এসেছে বীচ হ্যাচারি, এডভেন্ট ফার্মা ও ইউনিক হোটেল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বীচ হ্যাচারি

আজ বীচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ৩৪০টি শেয়ার। যার বাজার মূল্য ২১ কোটি ১১ লাখ ৫২ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ডিএসইর লেনদেন তালিকায় আজ ৪র্থ স্থানে ছিল।

আজ কোম্পানিটির লেনদেন ছিল গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। গত দুই মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দাম ছিল ৫১ টাকা। আজ ক্লোজিং দাম হয়েছে ৫৫ টাকা ২০ পয়সায়।

এডভেন্ট ফার্মা

আজ এডভেন্ট ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ৬০৩টি। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ডিএসইর লেনদেন তালিকায় ৬ষ্ট স্থানে ছিল।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসে কোম্পানিটির সর্বোচ্চ দাম ছিল ২৭ টাকার ওপরে। আজ ক্লোজিং দাম হয়েছে ২৫ টাকা ৮০ পয়সায়।

ইউনিক হোটেল

আজ ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৩৫৯টি। যার বাজার মূল্য ১৫ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ডিএসইর লেনদেন তালিকায় ৯ম স্থানে ছিল।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। গত চার মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দাম ছিল ৬৬ টাকার ওপরে। আজ ক্লোজিং দাম হয়েছে ৬২ টাকা ৮০ পয়সায়।

(তথ্যপ্রযুক্তি খাতের আপডেট, মর্নির স্টার ও ইভিনিং স্টার নিয়ে ‘এসএস স্টক ট্রেড সিক্রেট’ আজ (মঙ্গলবার) একটি অ্যানালাইসিস তুলে ধরেছে। অ্যানালাইসিসটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

তথ্যপ্রযুক্তি খাতের আপডেট, মর্নির স্টার ও ইভিনিং স্টার

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে