ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পাঁচ মাস আগের অবস্থানে দেশের শেয়ারবাজার

২০২৪ জানুয়ারি ১৬ ১৫:০৭:৫০
পাঁচ মাস আগের অবস্থানে দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের ২৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স ছিল ৬ হাজার ৩৭৪ পয়েন্ট। এরপর ৬ আগস্ট নেমে আসে ৬ হাজার ৫৩১ পয়েন্টে। সর্বশেষ ২৮ নভেম্বর ডিএসইর ব্রড ইনডেক্স ৬ হাজার ২০৩ পয়েন্টে নেমে যায়।

তারপর ১৩ ডিসেম্বর আবার ৬ হাজার ২৮০ পয়েন্টে উঠে। এরপর চলতি বছরের ৮ জানুয়ারী তা ৬ হাজার ২৩০ পয়েন্টে নেমে আসে। আজ ডিএসইর ব্রড ইনডেক্স ২০২৩ সালের ২৩ জুলাইয়ের ৬ হাজার ৬৩১ পয়েন্টকে ছাড়িয়ে পাঁচ মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে।

টেকনিক্যাল অ্যানালিস্টরা বলছেন, এর পরের রেসিসট্যান্ট রয়েছে ৬ হাজার ৩৫০ পয়েন্ট। এটি অতিক্রম করতে পারলে পরের রেসিসট্যান্স ৬ হাজার ৩৭৪ পয়েন্টের দিকে অগগ্রস হবে দেশের শেয়ারাবাজার। তারপরের রেসিসট্যান্স রয়েছে ২০২২ সালের ৩ নভেম্বরে থাকা ৬ হাজার ৪২০ পয়েন্ট।

আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

ডিএসইতে আজ ৮০০ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। আগের দিনের থেকে আজ লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৭ লাখ টাকা। এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬৪টির, কমেছিল ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টি প্রতিষ্ঠানের।

ফ্লোর থেকে উঠেই যে কারণে সন্ধানী ইন্সুরেন্সের উল্লম্ফন

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে