ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্ষমা চাইলেন বার্সা কোচ

২০২৪ জানুয়ারি ১৫ ১৬:৫৭:১৭
ক্ষমা চাইলেন বার্সা কোচ

ক্রীড়া প্রতিবেদক : গত মৌসুমের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপ জেতার স্বপ্ন চুরমার হয়ে যায় রিয়াল মাদ্রিদের। কিন্তু এবার লস ব্লাঙ্কোসকে পাত্তাই দেয়নি বার্সা। ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকের সুবাদে সুপার কাপ ফাইনালে কার্লো আনচেলত্তির দল কাতালানদের ৪-১ গোলে হারিয়েছে।

দলের এমন হারে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেস। নিজেদের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্ষমা চেয়েছেন তিনি।

জাভির ভাষ্য, এটা হতাশাজনক। অনেক আশা নিয়ে ফাইনালে এসেছিলাম এবং আমরা আমাদের নিজেদের সবচেয়ে খারাপ পারফরম্যান্সটা উপহার দিয়েছি। ভক্তদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লড়াই করতে পারিনি। সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আজ আমরা সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম এবং এজন্য একটি ট্রফি হাতছাড়া হয়েছে। দায়টা আমার।

বার্সা কোচের আশা, ম্যাচে আমরা একেবারেই স্বস্তিতে ছিলাম না। কাউন্টার এবং ট্রানজিশনে মাদ্রিদ আমাদের অনেক ভুগিয়েছে। এটাই ফুটবল এবং আজ আমাদের খেলাটির হতাশাজনক দিকটি মোকাবিলা করতে হবে। বার্সা ঘুরে দাঁড়াবে।

জাভির মন্তব্য, প্রতিটি জায়গায় আমাদের দুর্বলতা ছিল এবং সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতেই হবে। ফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।

শেয়ারনিউজ, ১৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে