ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

আলেশা মার্টের চেয়ারম্যান কারাগারে

২০২৪ জানুয়ারি ১৪ ১৮:৫০:৫৬
আলেশা মার্টের চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক : অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ নির্দেশ দেন।

এর আগে সকালে রাজধানীর বনানী থেকে মঞ্জুরুল আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে এদিন দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়।

পরে ওই বছরের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয় প্রতিষ্ঠানটি। পরে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ৭ জানুয়ারি আলেশা মার্টের যাত্রা শুরু হয়।

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে