ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

সর্বনিম্ন তাপমাত্রা: দিল্লিতে রেড অ্যালার্ট জারি

২০২৪ জানুয়ারি ১৩ ১৫:১১:১৯
সর্বনিম্ন তাপমাত্রা: দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এ নিয়ে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। খবর এনডিটিভির।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের শীতলতম দিন। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডায় দিল্লির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতি আগামী কয়েক দিন থাকবে বলেও দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লির রেল, সড়ক এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন ধরেই দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা দেরিতে চলছে।

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে