ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বছরের দ্বিতীয় সপ্তাহে শেয়ারবাজারে যত অর্জন

২০২৪ জানুয়ারি ১৩ ১২:০২:১২
বছরের দ্বিতীয় সপ্তাহে শেয়ারবাজারে যত অর্জন

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে দেশের শেয়ারবাজারে বড় ধরনের অর্জন দেখা গেছে। আলোচ্য সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য বন্ধ ছিল। বাকি চার কর্মদিবসে শেয়ারবাজারে সূচক, লেনদেন ও শেয়ার দাম সব ক্ষেত্রেই বড় রকম অগগ্রতি অর্জিত হয়েছে।

আলোচ্য সপ্তাহের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ২৪৪ পয়েন্ট। শেষ কর্মদিবসে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। যেখানে প্রথম সপ্তাহে বেড়েছিল মাত্র ২ পয়েন্ট।

গেল সপ্তাহের চার কর্মদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। যার মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, দাম কমেছে ৩৩টির, অপরিবর্তিত রয়েছে ২০০টির এবং লেনদেন হয়নি ২৬টির। যেখানে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৬টির। যার মধ্যে দাম বেড়েছিল ৭২টির, দাম কমেছিল ৯৯টির, অপরিবর্তিত ছিল ২০১টির এবং লেনদেন হয়নি ৩৪টির।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬০০ কোটি ৫৯ লাখ টাকা বা ৩৭.৬০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫০ কোটি ১৫ লাখ টাকা বা ৩৭.৬০ শতাংশ।

আগের সপ্তাহে ডিএসইতে দাম বৃদ্ধিতে এগিয়েছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে দাম বৃদ্ধির তালিকায় আধিপত্য বিস্তার করেছে ‘এ’ ক্যাটাগরির মৌলভিত্তির শেয়ার। লেনদেনেও ভালো মানের কোম্পানির শেয়ার দাপট দেখিয়েছে। যা অগ্রসর বাজারের জন্য শুভ ইংগিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে