ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

অষ্টম বিয়ে করতে চান মালয়শিয়ার ১১২ বছরের বৃদ্ধা!

২০২৪ জানুয়ারি ১৩ ০৭:৪৩:৫০
অষ্টম বিয়ে করতে চান মালয়শিয়ার ১১২ বছরের বৃদ্ধা!

পরবাস ডেস্ক : মালয়শিয়ার ১১২ বছরের বৃদ্ধা সিতি হাওয়া হুসেন একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন সাতবার। পাঁচ সন্তান, ১৯ জন নাতি-নাতনিকে নিয়ে তার ভরা সংসার।

শুধু তা-ই নয়, তার নাতি-নাতনিদের সন্তানের সংখ্যাও ৩০। তবুও আরেকবার বিয়ে করতে চান তিনি। আর তা ১১২ বছর বয়সে! যে বয়সে বেঁচে থাকাই বিরল ঘটনা, সেই বয়সে আবারও বিয়ে করতে চান তিনি।

এই খবরে শিরোনামে হয়েছেন মালয়েশিয়ার এই নারী। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিতি হাওয়া হুসেনের কাছে বয়স শুধুই একটি সংখ্যা। এখনো নিজের মতো করে বাঁচার প্রবল ইচ্ছা রয়েছে তার।

বয়সের কাঁটা ১০০ পেরোলেও আজও তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ সক্রিয়। কারও সাহায্য ছাড়াই একা হাঁটতে-চলতে পারেন। করতে পারেন সব রকম কাজ।

সিতি হুসেনের বিশেষ কোনো শারীরিক সমস্যাও নেই। তবে আজকাল শুধু একাকিত্বে ভোগেন। আসলে তার প্রিয়জনদের মধ্যে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

অন্যদিকে এই বয়সেও কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে বিস্ময় কম নেই সিতি হাওয়া হুসেনের। জানা গেছে, শুধু একাকিত্ব কাটাতেই অষ্টম বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সিতি হুসেনের এক নাতনি জানিয়েছেন, সিতি হাওয়া হুসেন নিজে নিজেই খেতে পারেন। তবে বয়সের ভারে মাঝেমধ্যে অনেক কিছু ভুলে যান। যদিও নতুন ঘটনা ভুলে গেলেও পুরোনো অনেক বিষয়ই তার মনে থাকে।

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে