ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্ষোভের মুখে পিছু হটল গ্রামীণফোন

২০২৪ জানুয়ারি ১২ ১৭:০৩:৩২
ক্ষোভের মুখে পিছু হটল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা ও গ্রাহকদের অসন্তোষের কারণে এ সিন্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া দেখান গ্রাহকেরা। বেশির ভাগ গ্রাহকই গ্রামীণফোন আর ব্যবহার করবেন না বলে মন্তব্য করেন।

বুধবার (১০ জানুয়ারি) সিদ্ধান্ত স্থগিতের তথ্য জানান গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, ’আমরা এই সিদ্ধান্ত আপাতত কার্যকর করছি না। বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, ‘আমরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের বিষয়টি বিবেচনায় রেখেছি, একই সঙ্গে গ্রাহকদের সুবিধার্থে বর্তমানে মিনিট প্যাকের জন্য ১৪ টাকা, ১৯ টাকা, ২৯ টাকা রিচার্জ এবং কার্ডের মাধ্যমে ২০ টাকাসহ বিভিন্ন রিচার্জ অপশন চালু থাকছে।’

শেয়ারনিউজ, ১২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে