ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

আতঙ্ক ছাড়িয়ে বড় উত্থানে শেয়ারবাজার

২০২৪ জানুয়ারি ১০ ১৫:১০:৩৩
আতঙ্ক ছাড়িয়ে বড় উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের পরের দিন সোমবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল প্রায় ২৫ পয়েন্ট।

কিন্তু পরের দিন মঙ্গলবার উত্থান দিয়েই লেনদেন শুরু হলেও শেষ বেলায় পতনের ধারায় ফিরে আসে উভয় শেয়ারবাজার। এদিন ডিএসইর সূচক নেমে যায় আড়াই পয়েন্টের বেশি।

এদিন বড় হাউজগুলো থেকে সূচক ওপরে তোলার কিছু প্রয়াসও চালানো হয়। কিন্তু তারপরও শেষ বেলায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পতনে নেমে যায় শেয়ারবাজার।

এর কারণ হিসাবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের পর ভারত, চীন, রাশিয়া, সৌদি আরবসহ অনেক দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিমত জানায়।

যার প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে অজানা এক আতঙ্ক দানা বেঁধে উঠে। ফলশ্রুতিতে মঙ্গলবার দিনভর মিশ্র প্রবণতায় লেনদেন হলেও শেষ বেলায় পতনের শঙ্কা ছড়িয়ে লেনদেন শেষ হয়। তবে বাজার সংশ্লিষ্টরা আভাস দিয়েছিলেন, নির্বাচনে নেতিবাচক চাপ কাটিয়ে উঠেছে বাজার। আজ বুধবার থেকে বাজার ঘুরে দাঁড়াবে। শেয়ারনিউজ-ও বাজারের ইতিবাচক অবস্থায় অবস্থায় ফেরার কথা রিপোর্টে উল্লেখ করে।

এই সংক্রান্ত রিপোর্ট-

অজানা শঙ্কায় উত্থানের বাজারে ফের ছন্দপতন

আজ বাজার সত্যিই ইতিবাচক অবস্থায় ফিরেছে। আজ সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেন ও কোম্পানির শেয়ার দামেও বড় অগ্রগতি হয়েছে। আজ ডিএসইতে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, সোয়া ৫ গুণ বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।

এদিন ডিএসইতে ৫০৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি ৮ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৬৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ৪২টির এবং অপরিবর্তিত ছিল ৭৪টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে