ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ইটালিতে ভারতীয় শিক্ষার্থীর রহস্যমৃত্যু, বাথরুমে পাওয়া গেল লাশ

২০২৪ জানুয়ারি ০৭ ১৪:২৯:২১
ইটালিতে ভারতীয় শিক্ষার্থীর রহস্যমৃত্যু, বাথরুমে পাওয়া গেল লাশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের এক যুবক গিয়েছিলেন এমবিএ পড়তেইটালি গিয়েছিলেন। তিনি ২ জানুয়ারী মারা যান, তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। নিহত ছাত্রের নাম রাম রাউত। তিনি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের বাসিন্দা।

জানা গেছে, নিহত ওই এমবিএ শিক্ষার্থী সেখানে একটি ভাড়াবাড়িতে থাকতেন। নতুন বছরে তার অভিভাবকরা তাকে ফোন করলে কোনো সাড়া না পেলে তাদের মনে সন্দেহ জাগে। পরে বাড়িওয়ালাকে ফোন করলে জানা যায়, একটি অন্য বাড়ির বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরে বাড়ির লোক লাশ ভারতে আনতে তৎপর হয়েছেন। ঝাড়খণ্ডের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

এ প্রসঙ্গে পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার অনন্যা মিত্তাল জানিয়েছেন, রাম রাউতের মৃত্যু সংক্রান্ত তথ্য তিনি পেয়েছেন। এবং ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

তিনি বলেন, এই ঘটনার দিকে তিনি নজর রেখেছেন। নিহত যুবকের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছেন তারা।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে