ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ার কিনেছেন শীর্ষ ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ জানুয়ারি ০৭ ১১:৫৭:৪৬
শেয়ার কিনেছেন শীর্ষ ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল- সী পার্ল রিসোর্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, খান ব্রাদার্স ও এমারেন্ড ওয়েল লিমিটেড।

শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৬ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সী পার্ল রিসোর্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, খান ব্রাদার্স ও এমারেন্ড ওয়েল লিমিটেড।

শীর্ষ লেনদেনের এই ৬ কোম্পানির দর বাড়ায় বিনিয়োগকারীরা লাভের আশা গুনছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী সপ্তাহে বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার কেনার মুডে ছিলেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পাশাপাশি দরও বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সী পার্ল রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই অ্যালুমিনিয়াম ও এমারেন্ড ওয়েলের শেয়ারদর বুলিশ ট্রেন্ডে ছিল। শেষ কর্মদিবসে কোম্পানিগুলোর শেয়ারদর যেমন বেড়েছে, লেনদেনও তেমনি অনেক বেড়েছে। যদিও সপ্তাহের প্রথম দিকে কোম্পানিগুরোর শেয়ার পতনে ছিল।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষে থাকা সী পার্লের শেয়ার সপ্তাহজুড়ে ৭২ লাখ ৬৮ হাজার ৮২১টি লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৭ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩.৩১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই অ্যালুমিনিয়াম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৯ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২.৫১ শতাংশ।

লেনদেন তালিকার চতুর্থ স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩ লাখ ৭৪ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৩ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০.৫৫ শতাংশ।

লেনদেনের ৮ম স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের শেয়ার সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫৮ লাখ ২৪ হাজার ৪৯৩টি। যার বাজার মূল্য ৩৪ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮.১২ শতাংশ।

তালিকার ৯ম স্থানে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৪০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮.৬২ শতাংশ।

লেনদেন তালিকার ১০ম স্থানে উঠে আসা এমারেন্ড ওয়েলের শেয়ার লেনদেন হয়েছে সপ্তাহজুড়ে ৪৪ লাখ ২২ হাজার ৬১৩টি। যার বাজার মূল্য ৩০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০.১৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার অনেক দিন পর লেনদেন তালিকায় উঠে এসেছে। শেয়ারটির দাম গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেও ১০৫ টাকার ওপরে লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে