ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্তর কোরিয়ার পরবর্তী নেতার বিষয়ে যা জানাল গোয়েন্দারা

২০২৪ জানুয়ারি ০৭ ১১:১৭:৪৯
উত্তর কোরিয়ার পরবর্তী নেতার বিষয়ে যা জানাল গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন সারা বছর ধরে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুদ্ধের হুমকির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ২০ বছর বয়সী উন তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ২০১১ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী উত্তরসূরি নিশ্চিত করতে এখন থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। কিম জং উনের পর কে হতে চলেছেন রাষ্ট্রপ্রধান? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা সম্প্রতি তার পরিচয় প্রকাশ করেছেন।

সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ছোট মেয়ে কিম জু আয়েকে তার উত্তরসূরি করতে পারেন। তবে কী হবে না হবে, তা এখনো পিয়ং ইয়ংয়ের উত্তরসূরিসংক্রান্ত পরিকল্পনার ওপর নির্ভর করছে বলে চূড়ান্ত মন্তব্য করে গোয়েন্দা সংস্থাটি।

২০২২ সালের শেষের দিকে প্রথম জু আয়েকে জনসমক্ষে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে উত্তর কোরিয়ার হোয়াসং-১৮ আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জু আয়েকে তার বাবা সঙ্গে দেখা গেছে। গত নভেম্বরে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের সময়ও তাকে দেখা গেছে।

দেশটির গোয়েন্দারা জানায়, জনসম্মুখে কিম জু আয়ের উপস্থিতির পর তার প্রতি সম্মানের মাত্রা এবং সরকারি তৎপরতা বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, তার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তর কোরিয়াবিষয়ক পর্যবেক্ষকেরা বলেছেন, ২০২২ সালের নভেম্বরে প্রথম জনসমক্ষে আসার পর থেকে জু আয়েকে সম্মানীয় হিসেবে সম্বোধন করা হচ্ছে। এর আগে তাকে স্নেহভাজন হিসেবে উল্লেখ করা হতো।

মনে করা হয়, কিম জু আয়ে কিম জং–উন ও কিম রি সোলজু দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে। তবে জু–আয়ে কিম জং–উনের সবচেয়ে পছন্দের সন্তান হিসেবেও মনে করেন কেউ কেউ। যদিও জু আয়ের বয়স অনেক কম তবে মাত্র আট বছর বয়স থেকেই কিম জং–উন তার বাবা কিম জং ইলের হাত ধরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতেন।

দেশটির সামাজিক অবস্থা ও অতীত ইতিহাস বিবেচনায় নিলে একজন নারীর রাষ্ট্রীয় ক্ষমতায় বসা কঠিন বলে মনে করছেন উত্তর কোরিয়াবিষয়ক বিশ্লেষক জেমস ফ্রেটওয়েল।

তিনি জানান, উত্তর কোরিয়া ও কিম পরিবার—দুটিই পুরুষতান্ত্রিক মনোভাবের। এই পরিস্থিতিতে কিম জং–উনের মেয়ের ক্ষমতায় বসাটা কঠিন, তবে অসম্ভব নয়। কেননা, ২০২১ সালে কিম জং–উন তার বোন কিম ইয়ো–জংকে সরকারের অন্যতম শীর্ষ পদ স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে