ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

২ মিনিটের মিটিংয়ে ২০০ কর্মী ছাঁটাই!

২০২৪ জানুয়ারি ০৬ ১৫:২৪:২০
২ মিনিটের মিটিংয়ে ২০০ কর্মী ছাঁটাই!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ২ মিনিটের অনলাইন মিটিংয়ে প্রায় ২০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফ্রন্টডেস্ক। মঙ্গলবার (০১ জানুয়ারি) বছরের শুরুতেই এ পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভির।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসি ডিপিন্টো ২ মিনিটের অনলাইন মিটিংয়ে প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছতার অজুহাতে এ পদক্ষেপের কথা জানান। ব্যাংকের লোন, দেউলিয়াত্বের সম্ভাবনাসহ বিভিন্ন অসচ্ছলতার কারণে তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

২০১৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে তা নতুন করে সাজিয়ে আবার ভাড়া দিত। বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে ২৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ নেওয়ার পরেও এ সংকটে পড়তে হয় তাদের। মূলত বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে নানান সমস্যার কারণে এ পরিস্থিতিতে পড়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজারের অধিক বাড়ি ভাড়া দিয়েছে। ফ্রন্ট ডেস্ক ছাড়াও যুক্তরাষ্ট্রজুড়ে এ পর্যন্ত বেশ কিছু প্রতিষ্ঠান একই রকম সমস্যার কারণে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

শেয়ারনিউজ, ০৬ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে