ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচকের উত্থানে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

২০২৪ জানুয়ারি ০৪ ১৭:০২:১১
সূচকের উত্থানে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ৪ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ৪ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩০.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০৩.০৩ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টি এবং কমেছে ৩টির।

এদিন এসএমইতে ৬৪ লাখ ৬৭ হাজার ৯৭৯টি শেয়ার ৩ হাজার ৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৪ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৫ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ৩৮ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৬০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা এমকে ফুটওয়্যারের ৩ টাকা ৯০ পযসা বা ৭.৮৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল ইউসুফ ফ্লাওয়ার। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২১৯ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮০ টাকা ২০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৩ লাখ ৩৯ হাজার ৪৭৮টি শেয়ার ৭০৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৮৭ লাখ ১২ হাজার টাকা।

শেয়ারনিউজ, ০৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে