ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩.৬০ ডিগ্রিতে

২০২৪ জানুয়ারি ০৪ ০৭:৪৬:৩৯
সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩.৬০ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক : সুইডেনে গত ২৫ বছরের মধ্যে বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির তাপমাত্রা মাইনাস ৪৩.৬০ ডিগ্রি সেলসিয়াসে নামে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বলেছেন, ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল।

তিনি জানান, ১৯৫২ সালেও দেশটিতে এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সুইডেনে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।

শেয়ারনিউজ, ০৪ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে