ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচকের উত্থানেও লেনদেন কমেছে এসএমই মার্কেটে

২০২৪ জানুয়ারি ০৩ ১৯:৩২:৪৫
সূচকের উত্থানেও লেনদেন কমেছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ৩ জানুয়ারি সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। তবে দিনশেষে সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ৩ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৭.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭২.৭২ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টি, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ২০ লাখ ৮২ হাজার ৩৪টি শেয়ার ১ হাজার ৩৭৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪২২ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৫ কোটি ১ লাখ ১১ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৩০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা বিডি পেইন্টসের ৮০ পযসা বা ৩.৩০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা।

দর কমার শীর্ষে ছিল ইউসুফ ফ্লাওয়ার। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০০ টাকা বা ৪.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ টাকা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিড। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৬ লাখ ৭০ হাজার ৫২৮টি শেয়ার ৩৬৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার টাকা।

শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে